• ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে অস্ত্র মামলার রায়ে ৩ আসামীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০১৭

স্টাফ রিপোর্টার :
সিলেট জেলার কানাইঘাট থানায় দায়ের করা একটি অস্ত্র মামলার রায়ে তিন আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছেন আদালত। গতকাল সিলেটের চীফ জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. মুজিবুর রহমান মিঞ এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, কানাইঘাট উপজেলার মুকিগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের মৃত অরুন দাসের দুই ছেলে অসিত দাস(২০), অসিম দাস(২৩) ও একই গ্রামের সুরুজ আলীর ছেলে মনির মিয়া(২৫)। আসামীদের মধ্যে পলাতক অসিম দাসকে ১০ বছরের স্বশ্রম কারাদন্ড,৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের রায় প্রদান করা হয়। অপর আসামী অসিম দাসের ভাই কারাগারে আটক অসিত দাসকে ও একই দন্ডে দন্ডিত করা হয়েছে, অপর আসামী মনির মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে ৩ বছরের কারাদন্ডের রায় প্রদান করেন আদালত। আসামী অসিম দাস ও মনির মিয়াকে গ্রেফতারের জন্য আদালত থেকে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০১২ ইং সালের ২১ আগষ্ট কানাইঘাট থানার এসআই সুলতান উদ্দিন বাদী হয়ে তিন আসামীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলা নং-২৮। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষী প্রমান শেষে আদালত গতকাল এ রায় প্রদান করেন।